Saturday, March 29, 2008

শূন্য ডাইরীতে শুকনো গোলাপ !

তারিখ : ১লা জুলাই, ২০৩০ইং

কবির শেষ চিরকুট
বালিশের নীচে সযতনে ভাঁজ করা।


” আমাকে মৃত ঘোষনা করো না প্লিজ !!
আমার সবকিছুই তোমাদের দিয়ে গেলাম
সামান্য যাই ছিলো রেখে গেলাম পুরোনো সেই বাক্সে।”

.. .. .... .. ..নিষ্প্রাণ দেহজ কবি,
চৌকাঠে সাদা ইউনিফর্ম শায়িত !!

আগরের সুরভী, দলে দলে শোক !


.. .. .. .. .. ..তারিখ: ২৪শে আগষ্ট,

২০৩০ইং

স্বজন, বন্ধুবান্ধব
গোলাকার বৈঠক

খোলা হবে কবির বাক্স পেটরা।

সময়: বিকেল সাড়ে তিন ছুঁই ছুঁই।

খোলা হলো বাক্স,
পুরোনা ডাইরী,
থেমে থাকা রিস্ট ওয়াচ ও
প্রিয় মানবীর রেশমী চুড়ি দু’খানা।

ভাঁজে ভাঁজে ডাইরী,
পৃষ্টার সবটাই খালি
শেষের আগে একটি পাতা বাদে

সেখানে সযতনে শুয়ে আছে
শুকনো গোলাপ

No comments: