Saturday, March 29, 2008

তুমি

লাল বাটিক জড়ানো
নিস্তব্ধ দাড়ানো ছবি সব কবিতা হয়
উজ্জলতায় এক রাশ মায়া হয়ে তুমি ।

যতবার লালেরা লাল হতে থাকে
ততবার সেই ছবি নেমে আসে
মোনালিসা হাসি হেসে উঠে
অনাবিল পরশ হয়ে তুমি।

বৃষ্টি ভেজা বিকেলে
রামধুন আঁকা সেই ছবি হতে
আঁচলেরা উড়ে যেতে চায়
মুক্ত বিহঙ্গে মুক্ত মনে
হয়ে শুধুই তুমি।

রাতের জোছনারা যতবার আলোকিত হয়
প্রতিবার নেভায় আধারের প্রতিচ্ছবি
তারারা কাছে আসে
হয়ে যায় শুধুই তুমি।

No comments: