একটি রক্তহীন পাতার উপর হেঁটে গেছে
সনাতনী একদল পিপড়ে
মসৃন বালুপথে
সওয়ারীরা যতটাই পাড়ি দেয়
র্নিলোভ গুম্ফার খাঁজ কাটা তলোয়ার
ততবার ঘনো অরণ্যের বাঁকে দাড়িয়ে যায়
শাল-সেগুনের ছায়ায়
এক নদীস্বচ্ছ জলে নেমে যাওয়া গভীরে
মীন কিংবা পাতায় ভর করে পাড়ি দেয়া
সেই সব পিপড়ের ঘরবাড়ি
সে নদীর নাম হয়তবা ময়ুরাক্ষী
হয়তবা সে নদীর প্লাবন গ্রাসে ডুবে গেছে
যে শৈবাল
তার সালোকে
উপত্যকা ভেদ করে
পেখম মেলেছে পাতায় পাতায়
অতিথি পাখির গুঞ্জন ক্ষীনতর হবে
জেনে গেছে তারা
এই শীতের শেষে
ক্রন্দনরতা দুরবাসিনীর কৃষ্ণতায় ...
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment