Saturday, March 8, 2008

আমাদের গলির সুরভী

ওর চোখ নড়ছে
আর নড়ছে

অপলক বলতেই পারি না।

স্নিগ্ধার এই আই-রান নিয়ে গতরাতে কথা হচ্ছিল এক বন্ধুর সাথে।বন্ধু বলে উঠে, অপলক হলেই কি নারী চোখ ? যে চোখ কথা বলে সে চোখ তো নড়বেই।

আশ্বস্ত হই কিছুটা সংশয় রেখে।

ঠিকি তো, স্নিগ্ধার চোখেরা কথা বলে অনবরত
আমি বুঝি না।
তাতে কি ?

আমি বুঝলেই বা কি অশুদ্ধ হতো কিংবা কোন পবিত্র গ্রন্থ !

তিন বছর ধরেই তো স্নিগ্ধা ও পাড়ার বৌ, তার আগে আমাদের গলির সুরভী !!
আর এখন প্রতিদিন দু'পাড়ার ক্রসওয়েতে বৈকালিক হাটাপথে চোখ বিনিময় !!!

No comments: