আরেকটা পশ্চিমাকাশ ঢলে পড়ে
নবলব্ধ এক গ্লাস পানির পাতনে
টুপ করে এক ফোঁটা পড়ে ;
পরে কোন একক্ষনে থামে
বালতির কোনে
দূর হতে কোন এক বংশীবাদকের কাছে ছেড়ে আসে
যেই
রনতরী
তার কাছে নিরুদ্দেশ যাত্রার কথা বলি
এক মুঠো লবন দেবে কি
আমি, সে কিংবা তাহার ঘর্মাক্ত ত্বকে ক্রিয়ায়-বিক্রিয়ায়
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment