Monday, March 10, 2008

দেহতত্ত্ব

আরেকটা পশ্চিমাকাশ ঢলে পড়ে
নবলব্ধ এক গ্লাস পানির পাতনে

টুপ করে এক ফোঁটা পড়ে ;
পরে কোন একক্ষনে থামে
বালতির কোনে

দূর হতে কোন এক বংশীবাদকের কাছে ছেড়ে আসে
যেই
রনতরী
তার কাছে নিরুদ্দেশ যাত্রার কথা বলি

এক মুঠো লবন দেবে কি
আমি, সে কিংবা তাহার ঘর্মাক্ত ত্বকে ক্রিয়ায়-বিক্রিয়ায়

No comments: