Monday, March 10, 2008

ধিক এ সভ্যতা!!!

পিরামিড স্তরে স্তরে
শৈল্পিক সমাধি,
বছরের পর বছর
নোনা জল
বেয়ে পড়ে নির্মাণ গাত্রে।

প্রতিটি ঢলে পড়া দেহ
অকাতর মৃত্যুতে
অভিশাপ দেয় ধ্বংসের !

দাসত্বের শিকল ভাংগায়
মরুভুমি আড়াল করে
শ্রম-বেনিয়ার প্রাচীন সভ্যতায়
ফারাও মুকুটে প্রতিটি পালক
এক একটি শব্দে
লু হাওয়ায় বয়ে চলে।

ক্রমাগত ধ্বংসস্তূপ ছেড়ে
বলিষ্ঠ জিজ্ঞাসায় কিংবা
পিকাসোর অংকনে,
বিটোভেন র্মূচ্‌ছনায় কিংবা
ফসিলের প্রতিটি বিন্দুতে
প্রতিবার নিহত কায়স্থ পুরুষ।

কখনও অজানা সুরে
কিংবা খসড়া অংকনে
ক্রমোত্থিত অনুভুতির পরশে
বলে উঠি,

ধিক এ সভ্যতা !!!

২১.৮.০৬ইং

No comments: