রয়ে সয়ে কিছু পাথর
একটু থেমে গিয়ে কাচের শব্দে
দুজোড়া প্লেট দুহাতে নেমে আসে।
প্লেটেরা ক্রমাগত হাত হয়ে নামতে থাকে হৃদপিন্ডে
জাপটে ধরে পাজর
মেরুদন্ডীয় ঈশান কোনে।
ডাইনিং স্পেসটা বাড়তে থাকে, বাড়াটাই সমীচিন হয়তবা।
রংগিন ঝালরে রুপসী ছাদ একে বেকে লহড়ায়
আলোর ঝলকানি কাটা চামচের মতো করে
চোখে কর্নিয়া ভেদ করে।
কিছু পাথর হাটা পথে দুজোড়া প্লেট হয়ে রান না
রাধতে
রাধ তে
অবসন্ন
বিকেল হয়ে
একাকী বাসর যন্ত্রনা !
শীর্নকায় পাজরের অলি গলিতে সরু সরু পথ ছেড়ে ডাইনিং স্পেস একাধার হতে
রাত বাড়ে
বাড়ে ইন্দ্রিয়তা
নেশাহুত যুবক অর্হনিশ ঢুলতে থাকা বোলচাল
আর অভুক্ত তিনটি শিশু
সদর দরজায় কড়া সিকিউরিটি
উচ্ছিষ্টতায় কখন ডাস্টবিন পূর্ন হবে।
Tuesday, March 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment