সন্ধ্যা ঘনীভূত হতে হতে আকাশটা ফাঁপা হতে থাকে,
চান্দ্র মাসের প্রথম প্রহর খুঁজে বেড়াতেই
এক ফালি চাঁদ লুকানো কোন স্তর গিলে ফেলে।
বিকেলের মেঘে দেখিনা তাকে।
শেষ বেলার শপিংয়ে হয়ত ব্যস্ত ছোটাছুটি।
সেমাই, কোপ্তা কালিয়া সেজেছে বাহারি !
ফালি করে কাটা চাঁদের শৈশব,
দেয়ালে ওর হাতে আঁকা শেষ দেয়ালিকা।
বলেছিলাম এক উৎসবের শেষ প্রহরে
চলো ফাঁপা গ্রহের চারপাশ ঘুরে আসি,
দেখে আসি বিরান প্রান্তর
হেটে আসি চন্দ্রিমা উদ্যান।
হেসেছিল সে।
রাতের দ্বিপ্রহরে সযতনে আঁকা টিপ চন্দ্রবিন্দু মুছে যাওয়া আলিংগনে।
Tuesday, March 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment