Tuesday, March 11, 2008

তুমি আজীবন প্রিয় মানবী হয়ে থাকো

তুমি আজীবন প্রিয় মানবী হতে থাকো যতবার .. ..

আলপনা আঁকা মায়াবী শরীরে
সমান্তরাল খয়েরী রংয়ের অবাধ হাটাচলা
আঁচলেরা যৌবন পায়।

সকালের স্নিগ্ধতায় বেশুমার পানি ঝরে
আধ খোলা পিঠে
ভিজে যাওয়া সবকিছু
রংয়েরা মেশে চুলের কার্নিশ ধরে
টপ টপ
ফোটারা ছোঁয়
আলতা রংয়ে।

কপালে সেই লাল আভা
আহামরি চুম্বনে
রিক্ততায় এক বসনা
তুমি হেটে চলা সন্ধ্যার একাকী চাঁদের হাত ধরে
দ্বিতীয়ার কাছাকাছি এক প্রস্থ !

জড়ো সড়ো এক কবিতায়
তুমি প্রিয় সব জুড়ে একপাশ
কাত হতে থাকো
ঢলে পড়ো
অনিয়মের বেড়াজাল ছিড়ে
নির্ভার আমার কাছে
পেঁজা পেঁজা তুলো হাতে নিয়ে।

শিরায় শিরায় মিশে যাওয়া
তুমি প্রিয় মানবী হয়ে থাকো
আজীবনে
আদ্যন্ত
শব্দে শব্দে।

No comments: