Tuesday, March 11, 2008

মোকাসিন বাঁধা পায়ে

মোকাসিন বাঁধা পায়ে
নিশব্দের ভালোবাসারা হেঁটে যায়
সবুজ উঠোন ছেড়ে।

পায়রার পায়েরা পশমিত হতে
শিশিরে ডোবায় কাটাঝরা গাছের শিকড়
নিসংকোচে বাঁধে বুক।

শিউলি ঝরা কমলায় কমলিত হতে
মেহেদী রাংগা হাতে এক হেনা
র্নিভয়ে পাড়ি দেয় চৌকোঠ।

মোকাসিন বাঁধা পায়ে স্বপ্নে মেলায় সুখ
সুখেরা দীর্ঘশ্বাসে।

দীর্ঘশ্বাসে ঝরা পাতারা উঠোনে গড়াগড়ি।

নিশব্দে ভালোবাসারা সবুজ উঠোন ছাড়ে
হেনার বসন্তে অসময়ের শীতেরা
এখনও রয়ে যায়
দীর্ঘতর
আরো
আরো দীর্ঘতর এক মেঘের হেটে চলায়।

এই লেখাটি (সোনাঝুড়ি) ওয়েব ম্যাগে প্রকাশিত হয়েছে।

No comments: