Tuesday, March 11, 2008

সাপলুডু

এক প্রতিবিম্ব দাড়ানো ছিলো বাঁকানো শরীরের ভিতরে ।

আলোর প্রতিসরনে অনেকটা ভিতরে গিয়ে এঁকে ফেলে সাপ লুডু।

বার শিকের একটা জানালা খুলে
ভাংগা কপাট কটমট করে তাকায়,
হন্তদন্ত পাখিরা উড়ে যেতেই
ডানা মেলে চড়ুই।

সাপের প্রবেশ দেহ জুড়ে
মন জুড়ে
এক নষ্ট পুরুষ

বিষেরা ফণা তুলে পাঁজর বেঁকে যায়।

একপা খোড়া বিছানাটা আড়মোড়া ভাংগা বিকেলটা পার করে
অলস স্বপ্নেরা গল্প হয়
ছোট ছোট লগ্নে ।

সাপলুডু খেলছিই।

খেলছি,
ছক্কার ঘরে দিনরাত
কখনও নামছি;
কখনও মই বেয়ে তরতর করে ঘামছি।

শুন্যটা খুঁজছি চড়ুই নীড়ে
ছয়ের নামতা গুনতে শুরু করে নিজের প্রতিবিম্বে আর তাকিয়ে দেখি
অবিষধর সাপের ছোবলে বিষাক্ত ফণা

সাপলুডু খেলা করছেই।

No comments: