টরেন্টোর সাবওয়ে ধরে আমি বৃষ্টি গিলে ফেলি।
ফিল করি মরুভুমি এগিয়ে আসছে
ক্রমশঃ সবুজ লনে
আমি দিব্যি বলছি
গত ছ’সপ্তাহ
এক পেগও তোমাকে না বলি হজম করিনি,
বুঝলে আজ রাতে এটাই আট নম্বর !
আইসম্যান
টেবিল উপচানো গ্লাসে লালচে আভা
আঁতকে উঠে সাইরেন বাঁজায়।
তবুও আমি ফ্লাইওভার খেতে চাই,
একটা একটা করে রেলিং চিবুতে চাই।
ছেড়া নোট বুক টেনে এনে একটাই শ্বাপদ আঁকি।
Tuesday, March 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment