Saturday, March 8, 2008

আনুভূমিক কষ্ট

আজ কষ্টের জন্মদিন !

কেউ একবারও জেনে গেলো না
কতটা আনন্দে আছে
সকাল-দুপুর

প্রলেতারিয়াত যন্ত্রণায় কবুতর উড়াচ্ছি
আর
চিবুচ্ছি আদা-লবঙ্গ

ব্যুরোক্রেট আনন্দে শ্যাম্পেন পান করে
ঢুঁ মেরে যাই
বার্বিকিউ সন্ধ্যায়

আজনবী হাতে হাত রেখে লা গ্রান্ডে যাওয়ার কথা বলা
বেমালুম চুপসে গেলো যে বেলুন
সামন্তরিক কোণে

সেখানেই ওরা আমাকে হত্যা করে রেখে গেলে
শহরতলীর শেষ কবরস্থানে
পড়ে যেতে থাকে
অসময়ের বৃষ্টি

জয়দেবপুর ঘেষে লংড্রাইভের শেষ প্রস্থে শানিত হতে থাকে র্নিলজ্জ প্রমোদনা

এবং

একটা প্ল্যাকার্ড আচম্বিত জ্ঞান ফিরে এলে
এপিটাফে বদলে যেতে নিহিত হতেছে পঞ্চনেন্দ্রিয় !

কেউ জেনে গেল না দ্বিখন্ডিত হতেছে
আমার বন্ধু

আনুভূমিক কষ্টে ঘামছে নোনাপানি
টুপ টুপ করে দীর্ঘ সময় ধরে

No comments: