তোমার হাত মেহেদী রাঙ্গানো
পশ্চিমা ছুঁয়েছে।
চামড়ায় জড়ানো রিস্টওয়াচ এঁকে গেলো দীর্ঘ কাজল রেখা
তুমি চাইছো লবনাক্ত রোদ্দুর
হেসে হেসে মেলেছো সুবর্নলতার
বাতায়ন
জানালাটা বেশ খোলা ছিলো; পর্দার ওপাশে বয়ে গেলো শারদীয়
শরৎ আসতেই ঘনো বৃষ্টি নদীর উপর দিয়ে
দুরে সরে যেতেই তোমার হাতের মেহেদীর লাল রং
বিকেলের আকাশে সূর্য নকশায় বেশ সাজানো হচ্ছিলো ;
নক্সীকাঁথার গল্প বলতেই তাঁর কথা মনে পড়েছিলো
কবরের পাশ দিয়ে ডালিম গাছ এখনো আছে,
মেহেদী গাছটা আজো অবিকল সবুজ পাতা দিয়ে যাচ্ছে
আর তুমি
রাঙ্গিয়ে নিচ্ছো রক্তলাল
এখানে আমার বুক হতে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা
(২৬-০৯-০৭ইং)
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment