Sunday, March 9, 2008

বিতর্ক অথচ ....

রবিবার বিকেলে মেঘলা আকাশ দেখে ঘাবড়ে না গিয়ে চলে এসো জিরো পয়েন্টে সেখানে হয়ে যাবে ঘৃৎকুমারীর রন্ধনশালায় জম্পেশ ডাল-খিচুড়ির ভুঁড়িভোজ নতুবা সোজা হাইওয়ে ধরে পঞ্চম নগরীর নাগরিক সভায় তুমুল বিতর্ক শেষে অমীমাংসিত রেখে দেবো অনেকগুলো মীমাংসিত বিষয় যা নিয়ে হট্টগোল শুরু হলে গোলটেবিল বৈঠকের এন্তেজাম করে বিলুপ্ত করি ভুনা মোরগের আগ্রাসন

......সিদ্ধান্তে পৌছুতে হবে রাত গভীর হওয়ার আগেই খিচুড়ি নাকি ভুনা মোরগের স্বাদে বদলে দেবো নিজেরা নিজেদের আস্বাদন

No comments: