রক্তশোধনের পালাবদলে আমি নির্ঘাৎ মরে যাবো, সবাই জানতে
তবে এটা তো কাউকেই বলা হলো না
আমি আচমকা মরে যেতে চাই সারপ্রাইজ দেবো বলে
তুমি তো ভালবাসতে নিশ্চিত ক্রিয়াপদ
আর তাই
তোমার জন্য রেখে যেতে চাই এক হিমাঙ্ক হতাশা
দূর সেমিট্রির শান্ত-নিকেতন হতে দেখে যেতে চাই তোমার অতৃপ্তি,
কষ্টবোধ আর বিধ্বস্থ কামনা
আজীবন
আমৃত্যু
কোনটাই তোমার জন্য মিলে না
বরং যতদিন তুমি থাকো আমিহীনা ততদিন
আমার লাশের অনুভূতিগুলো হাতড়ে ফিরুক তোমার মনোচেতনা
তারপর
একে একে ক্ষয়ীষ্ণু
হতে থাক
আমার স্পর্শ আর ঘৃনা
প্রিয় সুমনা
আমি আমার কষ্টগুলো ফিরিয়ে দিতে চাই
অন্তর্ধানে
(২৩-১১-০৭ইং)
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment