Sunday, March 9, 2008

কান্না

আমি কাঁদতেছিলাম।

মাইক্রো ওভেনে ফ্রাইড মুরগীর মতো ক্রমবর্ধমান তাপমাত্রা
আর
ধোঁয়া ধোঁয়া নিষ্প্রভ !

-হতেছে পরিপাকতন্ত্র আর প্রতি ফোঁটা অশ্রুতে মিশে যাচ্ছে রেসিপি

প্রিয় অনন্যা, তুমি কি অনুভব করেছিলে আমি পোড়া গন্ধ নিয়ে রাত পার করি।

তুমি শুধু নিদ্রাভঙ্গের শব্দ শুনতে পাও বেমালুম নিমগ্নতায়
বইয়ের পাতাগুলো ঢেকে দিতে থাকে পতন
আর
ডাইনিং টেবিলে কাঁটা চামচ জাগতেছে
জেনে তুমি পাশ কাটাও

(২৩-১১-০৭ইং)

No comments: