Friday, March 28, 2008

গনতন্ত্রের মহাসড়ক প্রশস্ত হতে থাকে

অন্ধকারের সন্ধ্যায় কয়েকজন ভিন্ন পক্ষের তারা
এবং
তাদের অনুগত উঁই পোকারা পতাকা বয়ে নিয়ে যায়
গভীর রাতের দিকে।


লাশেরা হামাগুড়ি দিয়ে চলে আসে জিরো পয়েন্ট

প্রজাতন্ত্রের ৫৮নং বাড়িটা বিভক্ত হয়,
গণতন্ত্রের মহাসড়কে রোড ডিভাইডার প্রশস্ত হতে থাকে ।


চৌরাস্তার মোড় দুরে সরে যেতে থাকে ক্রমশ
যতটা দুরে সরে গেলে
পায়ের তলার মাটিরা অর্নুবর হয়ে যায়।


টায়ারের পোড়া গন্ধে একটা বাস দ্রুত চলে যায়
বোনেরা বাড়ি ফেরে র্নিজিব শাপলা হয়ে,লাল টুকটুকে শাপলা !

একটা লাশ আরেকটা লাশের মিছিলে যোগ দেয়,

আমি ঠিক তাদের পিছনে
যেখানে
গণতন্ত্রের মহাসড়ক ভেদ করে....

No comments: