Friday, March 28, 2008

বছর বছর ইদ

প্রতি বছর ঈদ আসে, আসতেই থাকে নিষ্পাপ আকুতি নিয়ে ।

ছোটবেলায় কোলাকুলি;
বাড়ি বাড়ি ঘুরে ফেরা, সেমাইয়ের মিষ্টি প্রলোভন
সালামী যাই পাই তাই তো পাওয়া।

বছর বছর বাড়তেই থাকে।

চাঁদ দেখার রাতে যতই শোরগোল হোক
তবুও ছোটবেলার শেরোয়ানী এবং আস্তিন সরে আসে
ধীরে ধীরে,
কয়েক বছর গড়াতেই কনুই ছোঁয়।

গত কয়েক বছর ধরে
ছেড়ে যাওয়া হয়না বৃষ্টি শুধু তোমাকেই।

প্রথম বছর থেকে এ বছর ছয়টা বছর, প্রতি বছর একটা করে রুমাল তোমার দেওয়া চাই।

আমি পাই; সর্বস্ব বিলাই।

শেরোয়ানীর বদলে রুমাল । কৈশোরের বদলে তুমি ।

একটা রুমাল আর শেরোয়ানী কাছে আসে। আতর হয়ে তুমি আর ঈদ।

No comments: