আমার একটা রাত আছে
রাত্রি বিলীন
সূর্যাস্তে
রেশম পোকারা ডুবে যায় যায়
তারপর সেঁজুতির বস্ত্রহরন
তাদের তো কিছুই নেই
চলো বিছিয়ে দেই সবুজ ঘাস
অন্য হাতের লাঞ্ছনায় এঁকে ফেলি একাকী বাঁশবন
-----আমার রাতের জোছনায় ক্ষিধে পেতে থাকে আচম্বিত তিনি উঠে দাড়ালে হাড়গুলো শুকানো হলে তৃষ্ণা জাগে একটা একটা ফেনিল ধান গাছ জেগে উঠে এরপর তিনি হাঁটতে থাকেন মাইলের পর মাইল আমাদের গ্রাম তাদের বসতি আর একটি নদী যার কখনো কোন নাম ছিলো না ......
চলো একটা নাম দিয়ে দেই
(১২-১০-০৭ই)
রাত্রি বিলীন
সূর্যাস্তে
রেশম পোকারা ডুবে যায় যায়
তারপর সেঁজুতির বস্ত্রহরন
তাদের তো কিছুই নেই
চলো বিছিয়ে দেই সবুজ ঘাস
অন্য হাতের লাঞ্ছনায় এঁকে ফেলি একাকী বাঁশবন
-----আমার রাতের জোছনায় ক্ষিধে পেতে থাকে আচম্বিত তিনি উঠে দাড়ালে হাড়গুলো শুকানো হলে তৃষ্ণা জাগে একটা একটা ফেনিল ধান গাছ জেগে উঠে এরপর তিনি হাঁটতে থাকেন মাইলের পর মাইল আমাদের গ্রাম তাদের বসতি আর একটি নদী যার কখনো কোন নাম ছিলো না ......
চলো একটা নাম দিয়ে দেই
(১২-১০-০৭ই)
No comments:
Post a Comment