Monday, March 10, 2008

চলো একটা নাম দেই

আমার একটা রাত আছে
রাত্রি বিলীন
সূর্যাস্তে
রেশম পোকারা ডুবে যায় যায়

তারপর সেঁজুতির বস্ত্রহরন

তাদের তো কিছুই নেই

চলো বিছিয়ে দেই সবুজ ঘাস
অন্য হাতের লাঞ্ছনায় এঁকে ফেলি একাকী বাঁশবন

-----আমার রাতের জোছনায় ক্ষিধে পেতে থাকে আচম্বিত তিনি উঠে দাড়ালে হাড়গুলো শুকানো হলে তৃষ্ণা জাগে একটা একটা ফেনিল ধান গাছ জেগে উঠে এরপর তিনি হাঁটতে থাকেন মাইলের পর মাইল আমাদের গ্রাম তাদের বসতি আর একটি নদী যার কখনো কোন নাম ছিলো না ......

চলো একটা নাম দিয়ে দেই

(১২-১০-০৭ই)

No comments: