পুড়ে যাওয়া নিকোটিন ধোয়াঁ হয়ে মেলাতেই
ঝরতেছে শেষটুকু
-ছাই সব মিশতেছে ডানা মেলে শিশির কনায়
তুমি কি কাঁদছো বন্ধু শেষ ট্রেনের সিগন্যাল পেয়ে
নাকি
হতবাক তাকিয়ে রয়েছো অপার বিস্ময়
ভয় নেই; নেই ভয়
যতটা পাবার সবটুকু পেয়ে গেছে
বৃত্তের পরিধিতে
যতবার জ্বলছে ততবার নিভে গেছে
শেষ রাত্রির হলুদ বাতি
মৃতদেহ কাছে রেখে র্নিবাক ঘোষনা পত্রে দিয়ে গেলে যে দাস্তখত
তার খুব কাছে এক ফালি বিষন্নতা পুড়তেছে তামাক পত্রে
সকাল হতেই ঘনো কুয়াশায় ঢেকে যাওয়া
সিরামিক ছাদে ভেঁজা পায়ে হেঁটে গেছে
এক সলা দেয়াশলাই
-মনে রেখো পুড়ে ছাই হবে জেনেছি আগে
তবুও পোড়াবার নয় সবকিছু
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment