তুই প্রায়ই জিজ্ঞেস করিস
আমি বৃত্তাকারে কেন ???
আমি বলি, যদি সবটাই সরল রেখায় হয়
তাহলে আমাকে ফেরানো যাবে না ।
তুই কি জানিস,
বৃত্ত ফেরায়;
সরল রেখা দুরে সরায়।
আমি তাই বৃত্তের পরিধি ধরে .. ..
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
সকালের কুয়াশা ছেড়ে যাওয়া রোদে কৌণিক দূরত্বে নেমে আসে যে মাছরাঙ্গা সেই মাছরাঙ্গা অহর্নিশ কথা বলে....
No comments:
Post a Comment