প্রত্যেক মানুষের জীবনে একটি সময় ঘিরে কিছু অনুভূতি অধিকতর ব্যঞ্জনা রাখে তেমন একটি সময়কাল ধরে রচিত আমার কিছু লেখনি.............
২০০৬ এর শেষ হতে ২০০৭ এমন এক সময়কাল যে সময়কালে কিছু বিশেষ মূহুর্ত আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যখন কিছু শোক ছিল, এবং অজানা কষ্টের তীব্রতা ছিলো।
সাথে ছিলো একটা পালাবদলের প্রলোভন। সময়, পরিবেশ আর আশে পাশের সবকিছুর ভাবনা সব কেমন জানি বদলাতে শুরু করে...ধীরে ধীরে এই সময়ে আর আমাকে দিয়ে লিখিয়ে নেয় আমার নিজের একান- অনুভূতি....
বদলে যাওয়া সময়ের এই পটভুমিতে আমার যা কিছু রচনা তা আমি সংকলিত করার চেষ্টা করেছি-
”সংশপ্তক একটি নদীর নাম হতে পারতো”
ওয়েব লিন্ক :- http://songsoptok.blogspot.com
এই লেখাগুলি অনিয়মিতভাবে এখানেও পোস্ট করে যাবো - http://machranga.blogspot.com/
No comments:
Post a Comment