
যতটাই দূরে চলে যায় দৃষ্টিসীমা ততটাই
কুয়াশাচ্ছন্ন হয়েছে পায়ে হাঁটা পথ..
একদিন অশীতিপর তিনি বলে গেলেন নিরব রাত্রিতে......
......বহুকাল আগে এক ঘোড়সওয়ার ছুটে গেছে পলল উপত্যকায়
এই পথ ধরে
আজো শোনা যায় খুড়ের শব্দে মাতোয়ারা
মাঠের পর মাঠ.......
এখনো বৃষ্টি ঝরে শিশির ফোঁটায়-
No comments:
Post a Comment