Sunday, March 9, 2008

বৃষ্টির সুয়্যেটার


বৃষ্টির সুয়্যেটারে বাধা পিঠ

অসম বোঝা

সাদা মোজা

ফিতে বাধা স্যু

খোলা হাটু

বুকে ব্যাজ

ছোট ছোট পা

কোথাও মৃয়মান

কোথাও দৃঢ়


এগোয়; এগোয় মানবশিশু ।


ন্যাশনাল এন্থেম

এদিক ওদিক ফেরানো চোখ

ভাংগা ভাংগা শব্দ

আর নিষ্পাপ লাফ-ঝাফ

টিচারের বকুনি

মায়ের কড়া চাহনি

ফার্স্ট বেঞ্চি আর

গ্রেড ওয়ান

চিত্রকলা আর সারে গামা

ক্লান্তিহীন

রেসের ঘোড়া।


কে আগে ; কে পিছে

কেউ হারে কেউ জিতে।

পাদটীকা :- যে যুদ্ধ ওদের শুরু হয়ে গেলো,
বৃষ্টির সুয়্যেটার পরা মানব শিশুরা আর থামবে না কখনই।

(১৪-০৬-০৬ইং) - এই লেখাটির মূল উৎস আমার বড় মেয়ে (যার বয়স এখন ছয়), তার স্কুল জীবনের প্রথম দিককার বৃষ্টির সকালগুলোতে তার অনুভূতি
এবং
এই শব্দ "বৃষ্টির সুয়্যেটার" তারি উদ্ভাবিত ।
এখনো সে রেইনেকাট বলে না, বলে বৃষ্টির সুয়্যেটার..........

No comments: