Sunday, March 9, 2008

বৃষ্টিবিলাস

তুমি নেশাতুর চোখে জোছনা হয়ে যাও
বৃষ্টি বয়ে বেড়ানো ধোঁয়ায় ধোঁয়া

দূরান্তের কালো চোখ ধীরে ধীরে
সমাসীন হতেছে

এক পশলা গুড়ি গুড়ি ভিঁজেছে
আছড়ে পড়া রুপালী ফেনায়
ফেনাতুর ছোবলেরা বলতেছে অনেক কথা

তুমি তৃষ্ণাতুর হতে চাও গভীরতায়
যতটা গভীর শুণ্যতা
নোনা হয়ে যাওয়া আতঙ্কে
কেঁদেছে অসমান রাত্রি

............শুনতেছি বালুচরে আজ উড়ছে লাল ঝান্ডা
ঝাঁকে ঝাঁকে তোমার উষ্ণতায়
ছাই রং পায়রা

পায়ে পায়ে
আলতায়
ডুবেছে
পা

(১৪-১১-০৭ইং)

No comments: