তুমি নেশাতুর চোখে জোছনা হয়ে যাও
বৃষ্টি বয়ে বেড়ানো ধোঁয়ায় ধোঁয়া
দূরান্তের কালো চোখ ধীরে ধীরে
সমাসীন হতেছে
এক পশলা গুড়ি গুড়ি ভিঁজেছে
আছড়ে পড়া রুপালী ফেনায়
ফেনাতুর ছোবলেরা বলতেছে অনেক কথা
তুমি তৃষ্ণাতুর হতে চাও গভীরতায়
যতটা গভীর শুণ্যতা
নোনা হয়ে যাওয়া আতঙ্কে
কেঁদেছে অসমান রাত্রি
............শুনতেছি বালুচরে আজ উড়ছে লাল ঝান্ডা
ঝাঁকে ঝাঁকে তোমার উষ্ণতায়
ছাই রং পায়রা
পায়ে পায়ে
আলতায়
ডুবেছে
পা
(১৪-১১-০৭ইং)
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment