Friday, March 28, 2008

তারা আর একজন ময়ুরাক্ষী

বহুকাল ধরে আটকে গেছে একাকী এক বাদামী গাছ
একাকী ল্যাম্পপোস্ট
একাকী রোড ডিভাইডার ।

জড়ানো ডালে দেবদারূ গাছেরা
প্রসারনে রদবদল করে কিছু আলো-আঁধারি।
পাশের হাইওয়েতে দ্রুতগতির যান
উড়াতে থাকে ধুলো
জমে জমে বালি হয়
বালিরা বালিয়াড়ির কথা ভেবে ক্ষান্ত
রোড ডিভাইডার স্লিম হতে থাকে
হাইড্রোলিক প্রেসারে ক্রমশ কোমড়টা কমে আসে
ভারি হতে থাকে কিছু কিছু ল্যাম্পপোস্ট,
একটানা দেবদারু।
যতবার গতির ঝড় তোলে
চাকারা পিচঢালা সড়ক মাড়িয়ে যায়
ততবার বালিয়াড়ি ফুটপাতে
মহাসড়ক ধরে ঠায় দাড়িয়ে থাকে তারা আর একজন ময়ুরাক্ষী।

No comments: