Friday, March 28, 2008

জানালা

জানালার বাইরে আজকাল খুব বেশি তাকানোর অবকাশ নেই। আকাশ ছোঁয়া প্লাটিনাম ফ্ল্যাট হাত পা ছড়িয়ে দিব্যি কেড়ে নিয়েছে আমার ঘুম, আমার বাতাস আমার প্রিয় নন্দিনী; পাশের দ্বিতল ভবনের ছাদ।

বৃষ্টি ঝরা দেখি না; বৃষ্টির ছাট একেবারে আমার বারান্দায়
কাঁচা রোদের কফিনে পেরেক বহু আগেই,
জানালার দু কপাট হাসফাস করে
তবুও শীতের কুয়াশা ভেজায় না আমার পড়ার টেবিল।
রাতে স্বপ্ন দেখেছি .. .. ..
স্বপ্নের প্রকোষ্টে সে এসেছিলো মন্ট্রিল থেকে
স্নোফল দেখে দেখে হয়রান
বরফ মানবী এঁকে রেখে গেছে জানালার কাছে,
তারপর থেকে দিন রাত আমার ছাদ বেয়ে স্নোফল হয়
বরফ কাটতে থাকে আর রাতের গভীরে হিটার।
স্যাতস্যাতে হতে থাকে মাইক্রো ওভেন আর জানালার মরচে ধরা বাহু বন্ধন,
দুলতে থাকে পর্দার ওপাশে ওর ফেলে যাওয়া অনেক কিছু।

No comments: