Sunday, March 30, 2008

স্বাধীনতা তুমি আজ অনন্ত ছাব্বিশ

স্বাধীনতা একটি ভুমিসীমা রেখায় নিজ বাড়ী শৈশব, কৈশোর, যৌবন আর মৃত্যুতে।
স্বাধীনতা একটি সংলাপ নৈকট্যে ফিরে আসা স্বজনের না বলা কথায়।
স্বাধীনতা একটি মিছিল বোমাতাংকবিহীন রাজপথ র্নিভিক যুবকের অবিকৃত শ্লোগান।
স্বাধীনতা একটি তালিকা ক্রসফায়ার ছেড়ে ভালোবাসায় আমজনতার নিশ্চুপ ডেডলাইন শেষে।
স্বাধীনতা একটি ভাষাম মতায় আর স্বাধিকারে যেখানে মায়েরা কখনই র্নিবাক নন।
স্বাধীনতা একটি অনুভূতিমান নেই, নেই রাগ চোখের ইশারায় শব্দ ছড়ানো।
স্বাধীনতা একটি পতাকা লাল সবুজ জমিতে শ্যামলিমার সাহচর্য্য ফিরে পাওয়া।
স্বাধীনতা একটি প্রতিবাদ সোচ্চারে শোষিতের হাতিয়ার এখনই সময়; সর্মপিত হওয়ার।
স্বাধীনতা একটি কাগজে পেন্সিল রংয়ে কাটাকুটি প্রতিটি পিক্সেলে একটি প্রাণ।


স্বাধীনতা পিতা-মাতার সরব দাম্পত্যে বর্তমান নিঃক্ষয় র্নিভরতায় ভরা বটবৃক্ষ।
স্বাধীনতা প্রিয় মানবীর ভালোবাসায় শংকাহীন প্রিয়দর্শিনী হাতে হাত রেখে দ্যুতিময়।
স্বাধীনতা দক্ষিনের জানালা খুলে দেয়া আকাশে অনুভবে মার্চের নীল আকাশ
স্বাধীনতা নিরপরাধী ত্যাগে সর্বস্ব পাওয়া অ-পাওয়ার আবেগে জ্বলজ্বলে অনুভূতি।
স্বাধীনতা ক্ষনে ক্ষনে উড়ে যাওয়া পাখিরা ডানা মেলে যায় বাসন্তী চাঁদরে আজ অনন্ত ছাব্বিশ ।

No comments: