Sunday, March 30, 2008

হ্রস্ব-দীর্ঘ আলাপচারিতায়

শুনলাম তুমি আছো তাই
তোমার চৌকাঠে পা রাখি,
তুমি কাছে টেন এ বসো হেলানো চেয়ার।


হ্রস্ব-দীর্ঘ আলাপচারিতায়

সু-ক্ষনের একটি প্রহর

বিস্তর নাড়াচড়ায় গড়ানো পাহাড়িকা,

তুমি লো-নেক ত্রিভুজ এঁকে আমাকে দেখাও।

বিক্ষিপ্ততায়
অরণ্যেরা বার বার ঢিল ছূড়ে নদীর ঘোলা জলে তোমার জানালা কাঁচ ভাংগে
তবুও

অন্ধকার হয়ে পড়ে ল্যাম্প পোস্ট নিভে যাবে বলে মোমের আলোয় জোনাকী মেতে উঠে

No comments: