Saturday, March 8, 2008

অংকরা মিলছে না

পার করছি ভীড়ের স্পন্দন ।

এক হাতে লাবণ্যপ্রভার দৃঢ় বন্ধন
এ পাশ ওপাশ ঘুরে
এক একটি সু-কর্ণার
থেমে থেমে নোনা বৃষ্টি
বাহারী রঙের ভীড়ে
অসম আয়তন

করুণ চোখ তুলে তাকায়
স্মিতহাসিনী
এদিক ওদিক
থেমে থেমে অবাক দৃষ্টি

রকমারী ধরন ছেড়ে
অজানা আলাপন
দুহাতে দুটি বন্ধন
অবচেতনে কষে যাচ্ছি
অসম অংকন

অংকেরা মিলছেনা
তবুও পার করছি
ক্রমাগত ক্ষন হতে ক্ষনান্তর

(২৬-৯-০৭ইং)

No comments: