কেউ নেই আশে পাশে
তাই হেটে যাচ্ছি চৌরাস্ত ছেড়ে
ভেংগে যাচ্ছি মাটির ছায়া
ক্রমাগত হিরোশিমা
শেষ সীমা ; অন্য সীমানায় কারো ঘর বাড়ী
পাশ কেটে যাচ্ছি সীমাদের বাড়ী,
ক্রমশঃ ডুবন্ত স্বপ্নের হাত ধরে
কেউ নেই আশে পাশে
তাই দেখে নিচ্ছি বারান্দা ছাড়িয়ে নেমে আসা আঁচলের গিঁটে
জুড়ে দিচ্ছি নিজের কায়া
ধোঁয়া দেখে দুর হতে বুঝে নিচ্ছি
আগুন লেগেছে
লোকালয়ে
নাকি পলাশ বনে
কৃষ্ণচুড়ারা আজকাল বেশ বেয়াড়া, ওদের হাতেই হয়তো পুড়েছে হয়তবা সীমাদের বসতভিটা
চুপ চাপ দেখে নিচ্ছি কারো সীমানা কিংবা আগুন ;
তাই হেটে যাচ্ছি পড়শীদের পাঁচিল লাগোয়া ঘাসের চত্বর পাশ কাটিয়ে
(২৫-০৯-০৭ইং)
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment