Saturday, March 8, 2008

হলুদাভ আকাশ

এই আনন্দের বসতিতে তোমার গায়ে হলুদ কবে ?

কেন যাও

কোথায় যাও

এভাবে যাওয়ার আগে এক পশলা বৃষ্টি দিয়ে যাও

আচ্ছন্নতায় জ্বলে উঠছে বার বার
রঙ্গিন বাতি

বাতিরা চুপি চুপি কথা বলে

কেন বল
কি বল
এভাবে না বলে কেন দিয়ে যাও এক মুঠো অনাসৃষ্টি

মৃতমানুষের শোক মিছিলে কেন আজ তোমার শ্যেনদৃষ্টি
ক্রুদ্ধতায় নিভে যায় বার বারধোঁয়া ধোঁয়া মিথ
অ-ঝরা ঝড়ের অশংনি সংকেত বেজেঁ উঠে
হলুদাভ আকাশ কি আজ নাকি গত রোববার .. ..


(১০-০৯-০৭ইং)

No comments: