Saturday, March 8, 2008

চকোলেট কবিতা

.....................চকোলেট মুড়ে দিয়ে কবিতা বানাচ্ছি হরদম

কলাপাতা মোড়া পিঠে দিয়ে শীত পার করতেই
অতিথি পাখিরা রয়ে যায় আমার টিনের চালে

তারপর
থেমে থেমে
বাদামী রং
বাঁদুরের ঝাপটায়
বর্নবদল

বর্নের শেষে তা রেখেই হয়তো বলেছিলাম
ওদের কবিতার কথা
আর
একটি চকোলেট

একফালি চাঁদ ভেবে জোছনা রাতের প্রলোভনে
লং ড্রাইভ শেষে
দু’জনে নেভাল জেটি হয়ে শুঁকে নিচ্ছি দুরের আলো
আর
ত্রিনয়নে সাইরেন ধবনি
বাঁজতেই ঘনো ফেনায় ডুব দিচ্ছে
মগ্নতায়
চকোলেট কবিতা

(২৬-০৯-০৭ইং)

No comments: