১
লৌহ দন্ডের তির্যকতা চলে গেলো
সাঁই করে ভ্রুকুটি
ছুঁয়ে--অতঃপর
মৃত প্রাণীটি হয়ে গেলো ধর্ষিতা
সাবলীল ময়না তদন্তর ফলাফল ভাবতে ভাবতে
গুন গুন করছি আর
ভাবছি,
কখন বার্বিকিউ হবে সাহারায়
২
ভাবনা শেষ হতেই কবি নেমে গেলেন রাস্তায়
......বহুদিন পর কবিতার বাসায় একটি চিরকুট গেলো
গতবার রোস্টটা বেশ জমেছিলো,
চলো না সুরাটা শেষ করি
আজকের মাহফিলে
ফোঁটা ফোঁটা ফোঁটা ফোঁটা
নামবে রসায়ন মিশ্রনে . . . . . . . . . . . . . . . . . . .
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment