Sunday, March 9, 2008

ভাংগা বোতাম

ছেড়া র্শাট
গোটানো শার্টের হাতা
মলিন শুভ্রতায় ঢাকা
এক কিশোর এসেছিলআমার কাছে।

স্যার, একটা চাকরি হবে কি ? খুব দরকার।

ছোট ভাইটাকে স্কুলে দিতে হবে
বুবুজানটার বিয়ে।

যা’ই দেন, তবুও একটা চাকরি শুধুই।

.. .. ..

কে তুই,
কি করিস,
কোথায় থাকিস,
কি কাজ করতে পারিস
রেফারেন্স আছে তো ??

প্রশ্নের ধাপে ধাপে
গুটানো হাতা খোলে
ভাংগা বোতাম টুপ করে পড়ে।

নিচে পড়ে এক এক ফোটা জল।

.. .. ..

চাকরি তো দেয়া গেল না
তীব্র হতাশা তো দিতে পারি।

তাই দিয়ে বলি, বাপু, এ কম্মো তোমার নয়, তার চেয়ে ঢের ভালো
চাকরি না খুঁজে চাকরিদাতা খুঁজো।

.. .. ..

বছর খানেক বাদে

রাষ্ট্রীয় টেলিভিশনে সান্ধ্যকালীন সংবাদে,
মেহেরপুরে র‌্যাবের ক্রসফায়ারে শীর্ষ সন্ত্রাসী নিহত,
ভিডিও ফুটেজে সেই চেনা মুখ
ছেড়া র্শাট ভেদ করে বুলেটবিদ্ধ বুক।

১৪/৮/০৬

No comments: