Sunday, March 9, 2008

ভারাক্রান্ত এক কবি

রাত্রির অসুস্থতায় মোহাবিষ্ট হয়ে পড়েছে সাহারা
অথচ বালিয়াড়ি
গড়ে গেলে প্রকোষ্টে জমা হতে থাকে কার্বন

শাখামৃগসব দল বেধে
কেশরাজি গড়িয়েছে সৈকত অবধি
জেনেছি
নোনাজলে নোনা হয়ে গেছে মনের কাসুন্দি
তবুও উম্মত্ত হাতির পাল হতে ছুটে যায়
একটি সরস বাচ্চা ক্ষীনকায় জলধারা খুঁজে নিলে
ভারাক্রান্ত এক কবি প্রসারিত করতে থাকেন জিহ্বা
দ্রুত লয়ে শ্বাস পতনের শব্দ
দ্রুত লয়ে শ্বাস পতনের শব্দ
দ্রুত লয়ে শ্বাস পতনের শব্দ

No comments: