কুম্ভকর্নের দলে আরেকজন ভিড়লো বলে
সেদিনের আড্ডাটা ছিল নীলাভ !
জমছিলো বেশ জানালাটা প্রায়শই তাকাতো এদিক ওদিক ।
গলিটা ও
নিজের করে নেয়া নেড়ি কুকুরটা
অন্যদের সাথে স্বমস্বরে তাকায় এক ল্যাম্পপোস্ট
তার নীচে লেইট নাইট শো ফেরত কৈশোর,মাঠে ঘাটে
গোলপোস্টের উপর দিয়ে
নীলাকেই বিলবোর্ড বানিয়ে ফেলা,
অলওয়েজ একটা চোখ জ্বলতোই দেয়ালটা ভেদ করে।
সময়োর্ত্তীন সন্ধ্যাটা নিভে যেতে যেতে
একটা কুড়ি যোগ করে ফেলে
বয়সটা এখন ছত্রিশ,
নীলাহীন একটা গলি এখনও জানালার পাশ দিয়ে হেটে যায়
একটা শূন্য অক্ষরের দিকেএকটা হাত ক্রমশই প্যারালাইজড হয়ে এখন শুধুই হাতছানি
বির্বতিত নীলা শুধুই আকাশপানে।
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment