যদি পেতাম দোফসলা জমির মালিকানা, বর্তে যেতাম।
নিঃসংকোচে চলে যেতাম
ফাসির প্রকোষ্টে
তারপর সবুজ পাতাগুলি তাহাদের কচি হাতে দিয়ে
-পথ চেয়ে রইতাম গোধূলীর প্রয়াণে
-মৃন্ময়ী জমিন কিভাবে থরে থরে কেঁপে উঠে
ভেবে ভেবে
অনধিক জীবনে সতেজ বায়ুর কথকতায় পোড়াতাম লোমকূপ
ঃ আচম্বিত চেতনা ফিরে পেলে
ঃ আমি র্নিদ্বিধায় লুফে নিতাম আর একটি বিয়োগ
(২৩-১১-০৭ইং)
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment