Thursday, April 3, 2008

শেষ রাত্রির কবর

ভাবের কথা বলে ভাবহীন অব্যয়ে অবয়ব হারায়
সান্ধ্যরাতের মেহগনি কপাট।

বৃত্তাঙ্কন জমেছিল বেশ যতটাই ছায়াপথে
অপছায়া নেমেছিল গভীরতর এক শুন্যতায়।

কাটাকুটি খেলা খেলে যাওয়া
নিধিরাম মেঘেরা উড়াল দিতে দিতে
এক অবসন্ন রাতে
রকমারি কথকতায় ভেঁজায় রাউন্ড টেবিল।

রাত বাড়তেই ওপাশের দেয়ালেরা কবিতার
হয়ে যায়

আর

দূর কোন এক সিমেট্রিতে খোড়া হতে থাকে শেষ রাত্রির কবর।

No comments: