Thursday, April 3, 2008

সুবাহ

একটা সকাল হবে বলে
সকালের বাতাসেরা লেগে থাকা
নিশ্বাসে জড়ো হয়,
বেজাড় সংখ্যারা জোড়া লেগে যেতে থাকে
জোড়ালাগা আয়নায়
মাহফুজ প্রচ্ছদের প্রতিবিম্বতায়
কাটাকাটি হতে থাকে আমার মুখাবয়ব।

”তুঝকো দেখা নাহি মাহসুস কিয়্যা হ্যায় ম্যায়নে”
ইয়ে পাল তুম আয়সে না আওযায়সে



ত্রিমাত্রিক রংয়েরা কালো হওয়া পর্দায়
আঁকা হতেই বৃষ্টি নেমে এলো
মসৃন পিঠ বেয়ে।

আউর কুছ ভি নাহি
নাহি হ্যায় লেকিন
ফিরভি
ওয়াপাশ পালাট লাও আপনে দাস্তান
ইয়ে লামহে বেকারার হ্যায়।

ইয়ে সুবাহ সুবাহ নাহি
মাহফুজ নাজরোন সে


অনুকম্পায় কেঁপে উঠে পাঁজর
ধীরে ধীরে
উধাও রক্তিম নগরীর বোলচাল।

No comments: