Thursday, April 3, 2008

কাঁচ এবং


কতটুকু আলো হলো অন্ধকার আছে বলি। কতটুকু নয়।
দেয়ালেরা বাধাগ্রস' হলে কিংবা
যখনি আমি একটা কাঁচের প্রচ্ছদ হয়ে
মনোলোভা এক মানবীর কপালে এঁকে দেই
আরো আলো।


ধীরে ধীরে
একটা কাঁচ হেঁটে আসে নিভে যাওয়া অন্ধকারের কাছে।
কাছ থেকে কাঁচ। অপসৃয়মান আলো ভেদ করে যায়। আলোরা আরো চায়।

বিকেল আসে
ওদের হাতে রুপালী তলোয়ার
বিঁধে যাওয়া আগুনের ঘনঘটায়

একটা কাঁচ আর কাঁচা মাংসের রন্ধনশালা ।


ছয় দশমিক ছয় মাত্রায় একটা কম্পন
একটা রেখা দ্রুত চলে গেলো গ্রাফ চিঁড়ে।

জানালার কাঁচ নামাই
বাইরের পৃথিবীতে নিরেট অন্ধকার।

আলগোছে নেমে আসে ছাদেরা
বাদিকের রাস্তায় একটা হাত। হাতের পাশে পা।

শব্দ করে শবেরা হেটে যায়
নৈশব্দের হাতছানি থেমে থেমে
একটা কাঁচের টুকরো পড়ে আছে
আমার মেঝের কোনেতে
লাল মখমল ছুঁয়ে।

No comments: