Friday, April 4, 2008

দৃশ্যতঃ আমি কিছুই দেখিনা

দৃশ্যতঃ আমি কিছুই দেখিনা
বাগানবিলাসী ঘাসেরা ছেঁটে ফেলি
অদৃশ্য পাথরের ধারালো হাতে র্নিবোধ কাঁচা আম।

আমাদেরি ভেঁজা সকাল ক্লোরোফাইড
স্বপ্নে
স্বপ্নে বিভোর
তাপময় মিনারেল ওয়াটারের অলবনাক্ত শরীর
বিসতৃত হতে থাকে বাষ্পীত দুপুর।

উড়ে যায়
একাকী
একাকী এক কাকের ডানা
মেলে যাওয়া তাদের
আমি দৃশ্যত দেখিনা
কোমল চোখের প্রশান্তি
একজন বেহালাবাদক হেটে যায় একজন বেহালায় সুর তোলে

হঠাৎ হেরে যায় একটি বটবৃক্ষ নেমে আসে পুকুর পাড়ে
হেলে যাওয়া কালবৈশাখী কাল হতেছে পুরুষেরা

ঘামছে অনবরত অনাবৃত বস্ত্রযুগল ।

No comments: