Thursday, April 3, 2008

আমি একটি সফেদ বাড়ি খুঁজছি

আমি একটি সফেদ বাড়ি খুঁজছি।
নিম গাছের জড়ানো ডাল আর মেহদীর রংহীন নয়
ঝুলানো টবের অর্কিড মাটি ছোঁয়
এমন বারান্দার মেঝেতে হাত দিয়ে

বহুদিন ধরে সফেদার ডাল গুলি অবহেলায় পড়ে আছে
গ্রীষ্মের দুপুরে তাপময় টিনের চালে নেমে আসা দোয়েল
অদৃশ্য বাসিন্দার হেলানো চেয়ারে
জেগে থাকা বইয়ের পাতায়
ক্লান্ত ছায়ার লুটানো কায়ায়
আমি একটি সফেদ বাড়ি খুঁজছি ।

সফেদ মানে শুধুই সফেদ।

No comments: