Thursday, April 3, 2008

মরুশেয়ালের অসমাপ্ত যাত্রা

দেখতে দেখতেই লাল সবকিছু ধূসর হয়ে গেলো।

গতকাল বিকেলে একদল অবসন্ন কাঠঠোকরা
অমলিন চোখে কেটে নিলো বাকল।
বাকলেরা লাল মাংসে ডুবে যেতে যেতে
আঠালো হয়ে এলো।

দেখতে দেখতেই পতিত কাঠেরা ফসিল হয়ে গেলো।

আমি পললভুমি খুঁজছি যখন
অরণ্য চলে গেলো।
চলে যাওয়া পথে বিস্তীর্ন মরু। বালিয়াড়ি আর ফণিমনসার ঝোঁপ।

আজো মরুশেয়ালেরা ধীর পায়ে
অসমাপ্ত যাত্রায়
কাঠঠোকরার পথ চেয়ে থাকে।

No comments: