Thursday, April 3, 2008

পাড়ি

অমলিন কাধ ছুঁয়ে ফেলা অবসন্ন বিকেলে
ঝাঁঝরা হয়ে যায় অবরুদ্ধ সীমানা পেরোনো
মেটালিক হাতেরা

কাছিমের জন্মউৎসবে
নিটোল জলের প্রাণেরা মাছ হতে থাকে
সালোকিত শৈবাল উঠে আসে চোয়ালের কাছে

অন্ধকার ঘনালে
মিশে যেতে যেতে
তারা
অজানা জলের খোঁজে পাড়ি দেয়
চিরসবুজ বনের চিরায়ত
দীর্ঘতায়
একাকী মগ্নতায়
মিহি মসলিন স্পর্শ নাড়ায় বাতাস


তোবা (মৌনতায়)

হয়তবা চুপচাপ বসে থাকা
অধরার নীল সৈকতে
পৌরুষ দলে দলে
উদ্দীপ্ত সাগরের জলে মেশায় বৈকাল হৃদ
এক
দুই কিংবা
একাধিক প্রস্থতায়

No comments: