Thursday, April 3, 2008

আজ বসন্ত

বাসন্তী রংয়েরা একে একে জড়ো হয়
পলাশ-শিমুলের ছায়ায়।

শিল্প হতে থাকে ছড়ানো চুল
শ্যামল গালেরা ছুঁয়ে যায় টসটসে কমলার স্বাদ
হয়তো রুই মাছেরা ফিরে আসে জিভের কাছে।

থেমে থাকা রেলিংয়ের ধারে
গোলকেরা ছড়ায়
ফাল্গুনি বিকেল
পদব্রেজে নেমে আসে চিবুকের স্বপ্ন।

যতটুকু আগাছা ছড়ায় বাতাসে
সন্ধ্যা বাতি জ্বলে উঠতেই ফুলেরা
ঝুলে থাকা পর্দায়
একে একে
মিশে যায়।

মনে রেখো আজ বসন্তবেলা
অবেলায়
রাতের পালাবদলে বৃষ্টি নামবে বলেই
ভিঁজে যাবে প্রস্থতায় ।

No comments: