Wednesday, April 2, 2008

২ শুন্য শুন্য ৬

সারা বছর জুড়ে অপেক্ষা। শীতের শেষটা ফিরে এলো আবার। জানুয়ারী ছাড়িয়ে ডিসেম্বরে।

মৃত মানুষেরা চলে যেতে শুরু করতেই অপারেশন ক্লিন হার্ট।
ক্লিন হয়ে গেলো আশে পাশের প্রিয় অনেক কিছুই।
সফেদ শুভ্রতায় ছাপ পড়েরংয়েরা তেলাপোকা চিত্রে বেশ তৎপর।

নগ্ন উচ্ছাসে প্লাবিত ঘৃণা। অন্ধকার রাত্রিতে ক্ষোভের হাটাচলা।
অসম্ভব কিছু পরকীয়া সম্ভাব্য হতে হতে হোচট খায়।

ধ্বংস হওয়া একমানব মানচিত্রের কথা বলে।
দুষ্ট হাতের পোষ্টারে অসংলগ্ন নারী চিত্র।
সেকুলার পাতায় একটা বলিরেখা। বয়সের ছাপ।
অনমনীয় সাযুজ্যে একদল অতিমানব।

কিছু ছড়াকার। কিছু অনুবাদ। কিছু সংলাপ। কিছু অনশন। কিছু মনোনয়ন। কিছু নির্বাচন।

বছরটা শেষ করবো ভেবেছিলাম এভাবেই।
একটা অলৌকিক কিছু এসে টোকা দেবে আমার সদর দরজায়।

হলো না।

প্রথম আলো ফুটতেই একটা মৃত্যু পরোয়ানা ঘোষিত পাঁচ লাইনের সমঝোতায়।
অলৌকিক কিছুর পরিবর্তে আমার দরজায় লৌকিক তারা এসে যায়।
ভিক্ষার ঝুলি নিয়ে।

No comments: