Friday, April 4, 2008

ভালো থেকো এই আমি বিহীন

দূরতমা,
ভালো থেকো
দূর সীমানার কাছে
ভালো থেকো এই আমি বিহীন।

শরতের কাশফুল বিহীন
বসন্তের পলাশ বিহীন
ঝরা পাতার অরন্যের কাছাকাছি
ভালো থেকো তুমি।

উড়ে চলা আচঁল
ফেলে আসা চোখের জল
শির শির স্পর্শে মাতানো চুলে তুমি
শ্রান্ত মানুষের পথ চলা শেষে
ক্লান্ত বসতিতে আমি বিহীন।

নির্ঝর রাতের অদৃশ্য শূভ্রতায়
জোছনারা যতটা কাছে টানে
স্নিগ্ধতায় ততটা তোমায়
তার চেয়েও কাছে রেখো
তোমার নিজেরি হৃদয়।

তবুও ভালো থেকো
দূর একাকী বসতির কাছাকাছি
ভালো থেকো যেখানে আমি বিলীন।

No comments: