Friday, April 4, 2008

দূরতমা : তুমি আজো আছো

দূরতমা,
তুমি এক দ্বীপে আছো,

যেখানে
আকাশের পশ্চিম দিগন্তে

গাংচিলেরা উড়ে যায়
সৈকতের খোলা প্রান্তরে
কাঁকড়ারা খেলা করে।

ভেঁজা বালুতে
ভেঁজা পায়ের ছাপ ।

তুমি আজো আছো
নিজের কষ্ট বুকে ধারন করে
সেই দূরতমা তটে
পৃথিবীর সব ভালো লাগা
ভালোবাসা
তুমি বিলাও সাগর জলে।

দূরতমা,
তুমি নিজে এত কষ্ট
ধারন করে আছো,
তবুও বিলাও অকাতরে
অন্য জীবনে; অন্য ভূবনে
নিজের মুগ্ধতা
নিজের ভালো লাগা
নিজের ভালোবাসা।

তুমি এত বুঝো
নিজেকেই বুঝো
না বুঝার মত করে
জলের গভীরে
মাথা পেতে রাখো,
দূরতম এক দ্বীপের কাছে।

দূরতমা তুমি আজো আছো
দূরতম এক দ্বীপে !!!!!

No comments: